শক্তিশালী টাইফুন হিন্নামনরের থাবায় দক্ষিণ কোরিয়ায় মহাবিপর্যয়

author-image
Harmeet
New Update
শক্তিশালী টাইফুন হিন্নামনরের থাবায় দক্ষিণ কোরিয়ায় মহাবিপর্যয়

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ায় থাবা বসিয়েছে হিন্নামনর। শক্তিশালী টাইফুনের থাবায় ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ায় ৭ জনের ভেসে যাওয়ার খবর মিলেছে। রিপোর্টে প্রকাশ, দক্ষিণ কোরিয়ার একটি অ্যাপার্টমেন্টের আন্ডার গ্রাউন্ডে গাড়ি পার্ক করার সময় সেখানে হু হু করে বন্যার মত জল ঢুকতে শুরু করে। সেই জলেই পরপর ৭ জন ভেসে যান বলে খবর। হু হু করে জল ঢুকতে শুরু করলে যে ৭ জন ভেসে যান, তাঁদের মধ্যে থেকে ২ জনকে কোনওক্রমে উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। 


ওই ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এই ঘটনাকে বড়সড় দুর্যোগ বলে আখ্যা দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ৯ জনের ভেসে যাওয়ার খবর পাওয়ার পর থেকে রাতে ঘুমোতে পারছেন না তিনি। কী করে এই দুর্যোগ থেকে দেশের মানুষকে রক্ষা করা যয়া, সে বিষয়ে প্রশাসনের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি। ৭ জনের ভেসে যাওয়ার পাশাপাশি আরও ১০ জনের মৃত্যু হয়েছে হিন্নামনরের জেরে। সবকিছু মিলিয়ে হিন্নামনরের জেরে গোটা দক্ষিণ কোরিয়া কার্যত ওলটপালট হয়ে যেতে শুরু করেছে।