সরানো হল চেলসি কোচ টমাস টুচেলকে

author-image
Harmeet
New Update
সরানো হল চেলসি কোচ টমাস টুচেলকে
নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার খারাপ ফর্ম। ইংলিশ প্রিমিয়ার লিগের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেও অপ্রত্যাশিত ফলাফল। জাগরেভের বিরুদ্ধেও এক গোলে হেরে গিয়েছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি পরাজিত হয়েছিল লীডস ইউনাইটেডের বিরুদ্ধে। শেষ পর্যন্ত প্রধান কোচকে সরিয়ে দিল ক্লাব। বুধবার দুপুরে চেলসির পক্ষ থেকে টমাস টুচেলকে সরানোর খবর জানানো হয়েছে।