সংস্কারের পর 'রাজপথ' হয়েছে 'কর্তব্য পথ', ভিডিওতে দেখুন চোখ ধাঁধানো সৌন্দর্য

author-image
Harmeet
New Update
সংস্কারের পর 'রাজপথ' হয়েছে 'কর্তব্য পথ', ভিডিওতে দেখুন চোখ ধাঁধানো সৌন্দর্য

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির রাজপথের নাম পাল্টে ‘কর্তব্য পথ’ করা হয়েছে। বুধবার নতুন দিল্লি পৌরসভা পরিষদের বৈঠকে নতুন নামে সিলমোহর পড়ে। কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি জানিয়েছেন যে নরেন্দ্র মোদী সরকার ঔপনিবেশিক চিহ্নগুলো সরাতে এবং সাম্রাজ্যবাদী নীতির অবসান ঘটাতে রাজপথ এখন থেকে 'কর্তব্য পথ' হিসাবে পরিচিত হবে। ব্রিটিশ শাসনের সময় দিল্লির রাজপথের নামকরণ হয় ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের নামে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় সম্প্রতি রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনগুলো নতুন করে সাজানোর পরিকল্পনা নেয় কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ কাজই প্রায় হয়ে গিয়েছে। একেবারে চকচকে ঝকঝকে করে তোলা হয়েছে। তারপরই রাজপথের নাম পরিবর্তন করা হল। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর উদ্বোধন হতে চলেছে সেন্ট্রাল ভিস্তার কর্তব্য পথের অংশটি।