নিজস্ব সংবাদদাতাঃ আইটি বিভাগ সারা দেশ জুড়ে রাজনৈতিক দলগুলির উপর অভিযান পরিচালনা করছে। একাধিক রাজ্যের একাধিক শহরে অভিযান চলছে। এই রাজনৈতিক দলগুলি যথাযথ বিধিবদ্ধ সম্মতি ছাড়াই অনুদান গ্রহণ করে গুরুতর আর্থিক অসঙ্গতির সাথে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে, বুধবার কর ফাঁকির মামলায় রাষ্ট্রীয় বিপ্লবী সমাজবাদী পার্টির নেতা গোপাল রাইয়ের লখনৌয়ের বাড়িতে আয়কর বিভাগের টিম অভিযান চালায়। এছাড়া মিড-ডে মিল কেলেঙ্কারির ঘটনায় রাজ্যের মন্ত্রী ও কোটপুটলির কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিং যাদবের কারখানায় আইটি অভিযান চলছে।