পাক-ভিত্তিক পাচারকারীদের হেরোইন পাচারের চেষ্টা বানচাল করল BSF

author-image
Harmeet
New Update
পাক-ভিত্তিক পাচারকারীদের হেরোইন পাচারের চেষ্টা বানচাল করল BSF

নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় মাদন চক্রের সন্ধান পেল বিএসএফ। ২৪ ঘন্টার মধ্যে ৬৬ জন বিএন বিএসএফ সেনা, পাক-ভিত্তিক পাচারকারীদের হেরোইন পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং মুহার জামশের গ্রামে ৩৮ কোটি টাকা মূল্যের ৬.৩৭০ কেজি হেরোইন, ১৯০ গ্রাম সূক্ষ্ম মানের আফিম এবং ৭.৬৩ রাউন্ডের মধ্যে ৫০ রাউন্ড হেরোইন বাজেয়াপ্ত করে। অন্ধকারের কারণে পালিয়ে যাওয়া পাচারকারীদের উপর গুলি চালায় বিএসএফ।