নিজস্ব সংবাদদাতাঃ সাত-সকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে চলল সিবিআই তল্লাশি। কয়লা পাচার কাণ্ডে এই তল্লাশি চালানো হয়েছে।বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে মলয় ঘটকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তবে শুধু মন্ত্রীর বাড়িতেই নয়, পাশাপাশি তাঁর সিএ বা চাটার্ড অ্যাকাউন্টেন্ট প্রতীক দিওয়ানের বাড়ি আলিপুরেও পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, আলিপুরে ৮/১ অবস্থিত শ্যাম ভাটিকা নামের একটি আবাসনে দিওয়ান পরিবার বসবাস করে। পার্কস্ট্রিট এলাকায় রয়েছে তাঁদের কাপড়ের ব্যবসা। তবে দিওয়ান পরিবারের এক ভাই প্রতীক দিওয়ান পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট। পাশাপাশি আরও জানা যাচ্ছে, এই আবসনে একমাত্র প্রতীক থাকেন। পরিবারের বাকি সদস্যরা থাকেন অন্যত্র।
বুধবার সকাল সাতটা নাগাদ সিবিআই এর পাঁচজন প্রতিনিধি দল আসেন এই বাড়িতে। যেহেতু আজ একযোগে আসানসোল, কলকাতায় মলয় ঘটকের বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং ওই একই সময় এই শ্যাম ভাটিকাতেও গোয়ন্দাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সেই কারণে মনে করা হচ্ছে মন্ত্রীর সঙ্গে প্রতীকবাবুর যোগাযোগ থাকলেও থাকতে পারে।