‘পাকিস্তানে গিয়ে পদযাত্রা করুন’, রাহুলকে পরামর্শ হিমন্তের

author-image
Harmeet
New Update
‘পাকিস্তানে গিয়ে পদযাত্রা করুন’, রাহুলকে পরামর্শ হিমন্তের

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অক্সিজেন জোগানোর জন্যই আজ থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি ৩৫৭০ কিলোমিটার পদযাত্রার আয়োজন করেছে কংগ্রেস। যাত্রা শুরুর আগেই কংগ্রেসকে বিঁধলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি বলেন, “ভারত সংযুক্ত ও ঐক্যবদ্ধই রয়েছে। রাহুল গান্ধীর উচিত পাকিস্তানে এই কর্মসূচি চালানো।” 


প্রাক্তন কংগ্রেস নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “১৯৪৭ সালে কংগ্রেসের আমলেই ভারত ভাগ করা হয়েছিল। যদি আপনারা (কংগ্রেস) ভারত জোড়ো যাত্রা শুরু করতে চান, তবে রাহুল গান্ধীর উচিত পাকিস্তানেই এই পদযাত্রা করা। ভারতে এই পদযাত্রা করে লাভ কী? ভারত সংযুক্ত ও ঐক্যবদ্ধই রয়েছে। আমি রাহুল গান্ধীকে পরামর্শ দিতে চায় যে উনি যেন ভারত জোড়ো যাত্রা পাকিস্তানে করেন।”