নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক ব্যর্থতা, ইস্তফার ধাক্কা। ১৩৫ বছরের ডুবন্ত জাহাজকে পুনরুদ্ধারের চেষ্টাতেই মরিয়া কংগ্রেস। দলকে নতুন করে অক্সিজেন জোগাতেই আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ৩৫৭০ কিলোমিটারের এই যাত্রার নেতৃত্ব দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৫০ দিন ধরে চলবে এই পদযাত্রা। কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীর অবধি হবে এই পদযাত্রা। বুধবার এই যাত্রার সূচনার আগে কন্যাকুমারীতে একটি মেগা সমাবেশ রয়েছে কংগ্রেসের।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ ভারত জোড়ো কর্মসূচির আগে রাহুল গান্ধী কন্যাকুমারীর শ্রীপেরুমবুদুরে রাজীব গান্ধী মেমোরিয়ালে প্রার্থনাসভায় যোগ দেবেন। এরপরে তিনি জনসভায় যোগ দেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এছাড়া তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে-র প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। জানা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চেই এমকে স্ট্যালিন রাহুল গান্ধীকে একটি খাদির তৈরি জাতীয় পতাকা উপহার দেবেন। সেই পতাকা আবার রাহুল গান্ধী সেবা দলের কর্মীদের হাতে তুলে দেবেন। সেখান থেকে তাঁরা হাঁটতে হাঁটতে সমুদ্রতীরে যাবেন, যেখান থেকে এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হবে।