নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রসচিব হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা

author-image
Harmeet
New Update
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রসচিব হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ লড়াইয়ের পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি দখল করেছেন লিজ ট্রাস। শেষ রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনককে। ইনফোসিস কর্তার জামাই হওয়া ও স্ত্রীর বিপুল সম্পত্তিই ঋষি সুনককে কিছুটা ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিল বলে অনুমান। সুনকের প্রধানমন্ত্রী হতে না পারার দুঃখ থাকলেও, খুশির খবর দিলেন আরেক ভারতীয় বংশোদ্ভূতই। ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ভারতীয় বংশোদ্ভূতের নামে লেখা না হলেও, সচিবালয়ে নিয়োগ করা হল ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা ব্রেভারম্য়ানকে। 


৪২ বছর বয়সী এই কনজারভেটিভ পার্টির সদস্য এতদিন বরিস জনসনের সরকারে অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করেছেন। এবার লিজ ট্রাসের সরকারে তাঁকে ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রসচিব পদে নিয়োগ করা হল। জানা গিয়েছে, নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস নিজেই সুয়েল্লার নাম সুপারিশ করেছেন।