শীঘ্রই আসছে জনপ্রিয় সিরিজ ‘মানি হাইস্ট’-এর টিজার, জেনে নিন মুক্তির তারিখ

author-image
Harmeet
New Update
শীঘ্রই আসছে জনপ্রিয় সিরিজ ‘মানি হাইস্ট’-এর টিজার, জেনে নিন মুক্তির তারিখ

নিজস্ব সংবাদদাতাঃ ২ আগস্ট মুক্তি পাচ্ছে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ 'মানি হাইস্ট'-এর শেষ সিজনের টিজার। আজ নেটফ্লিক্সের তরফ থেকে বিষয়টি ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় সিরিজটির শেষ সিজন দুটি ভাগে মুক্তি পাবে। প্রথম ভাগটি মুক্তি পাবে ৩ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ভাগটি মুক্তি পাবে ৩ ডিসেম্বর।