পুজোর মেনুতে লুচি, ছোলার ডাল না থাকলে সেটা অসম্পূর্ণ

author-image
Harmeet
New Update
পুজোর মেনুতে লুচি, ছোলার ডাল না থাকলে সেটা অসম্পূর্ণ

​নিজস্ব সংবাদদাতাঃ দোরগোড়ায় পুজো। আর পুজো মানেই পরিবার, বন্ধু - বান্ধব , আড্ডা , নাচ - গান আর খাওয়া দাওয়া। আর সেই খাওয়ার মেনুতে লুচি, ছোলার ডাল না থাকলে সেটা অসম্পূর্ণ। পুজোর দিনগুলোর সকালে ব্রেকফাস্টে লুচি আর মিষ্টি করে নারকোল টুকরো দিয়ে ছোলার ডাল অমৃত সমান। 






আর শেষ পাতে রসগোল্লা, বোঁদে অথবা পান্তুয়া থাকলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর।