নিজস্ব সংবাদদাতা : মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার সকালে সোনাপুর টানেল এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।পুনরুদ্ধারের কাজ শুরু হলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সাময়িকভাবে।
পূর্ব জৈন্তিয়া পাহাড়ের ডিসি অভিলাষ বারানওয়াল জানান, "জৈন্তিয়া পার্বত্য জেলার সোনাপুর টানেল এলাকার কাছে ভারী বৃষ্টিপাতের কারণে আজ সকালে একটি বিশাল ভূমিধস হয়েছে। NH-6-এ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং পরে এক লেনে আবার যান চলাচল শুরু হয়েছে। পুনরুদ্ধারের কাজ চলছে।"