১৬৫ তম বর্ষে পা দিল খেলাত ঘোষ পরিবারের পুজো

author-image
Harmeet
New Update
১৬৫ তম বর্ষে পা দিল খেলাত ঘোষ পরিবারের পুজো


নিজস্ব সংবাদদাতাঃ
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হবে দুর্গাপুজো। আর দুর্গাপুজোয় থিম পুজোর মাঝে বনেদি বাড়ির পুজো যেন কিছুটা হলেও চাকচিক্য হারাচ্ছে। যদিও বছরের বছর ধরে নিজেদের ঐতিহ্য বজায় রেখে কলকাতার একাধিক বনেদি বাড়ির সদস্যরা মায়ের আরাধনা করে চলেছেন। ঠিক যেমন খেলাত ঘোষ পরিবারের পুজো। উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় অবস্থিত এই আবাসনে সম্ভবত শহরের সবচেয়ে বড় 'ঠাকুর দালান' রয়েছে।







 মার্বেল করিডোর, ৮০ ফুটেরও বেশি লম্বা, এবং গ্র্যান্ড ডান্সিং হল (এখন খেলাত ঘোষ মেমোরিয়াল হল) অসাধারণ। পুজোর এক অনন্য বৈশিষ্ট্য হল নবপত্রিকা বা বাড়িতেই আচার-অনুষ্ঠানে ব্যবহৃত ন'টি পাতার অবলুপ্তি। এছাড়াও দেবীকে বাড়িতে তৈরি মিষ্টি দেওয়ার ঐতিহ্য রয়েছে। এবছর এই পুজো ১৬৫ তম বর্ষে পা দিল।