নিজস্ব সংবাদদাতাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হবে দুর্গাপুজো। আর দুর্গাপুজোয় থিম পুজোর মাঝে বনেদি বাড়ির পুজো যেন কিছুটা হলেও চাকচিক্য হারাচ্ছে। যদিও বছরের বছর ধরে নিজেদের ঐতিহ্য বজায় রেখে কলকাতার একাধিক বনেদি বাড়ির সদস্যরা মায়ের আরাধনা করে চলেছেন। যেমন শিবকৃষ্ণ দাঁ পরিবার। উত্তর কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত, শিবকৃষ্ণ দাঁর বাড়িটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং এটি অনেক চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। ১৮৪০ সালে শিবকৃষ্ণ দাও-এর বাবা গৃহস্থালী পুজো শুরু করেছিলেন।
'ঠাকুর দালান' সুন্দরভাবে পরিষ্কার কলামগুলি উপেক্ষা করে এবং বারান্দাগুলি ওভারহ্যাং করে বসে আছে। এবারে পুজো নিয়ে দাঁ বাড়ির সদস্য প্রিয়ব্রত দাঁ জানালেন, পুজোর প্রস্তুতি জোরকদমে চললেও কয়েকটি রীতিনীতির পরিবর্তন হচ্ছে এবছরেও। যেহেতু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও নির্দিষ্ট নিয়মাবলি জারি করা হয়নি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, কয়েকটি নিয়ম ঘিরে তাঁদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা চলছে।