দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পুলিশকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অভিযানে চন্দ্রকোনা পৌরসভা। প্লাস্টিক ব্যবহারের দায়ে ৮ জন ব্যবসায়ীকে জরিমানা করল পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার,পৌরকর্মী, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধের অভিযানে নামে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। সঙ্গে ছিল চন্দ্রকোনা থানার পুলিশও।
চন্দ্রকোনা শহরের গাছশীতলা,রেগুলেটেড মার্কেট,গোঁসাইবাজার সহ একাধিক জায়গায় অভিযান চালায় চন্দ্রকোনা পৌরসভা।সিঙ্গেল ইউজ ৭৫ মাইক্রোনের কম প্লাস্টিক ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ। এর আগেও চন্দ্রকোনা পৌরসভার তরফে একাধিকবার পথে নেমে সচেতনতামূলক প্রচার চালিয়েছে প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য। সাধারণ মানুষের মধ্যে অনেকাংশে সচেতনতা ফিরলেও শহরের কিছু কিছু জায়গায় এখনও প্লাস্টিক ব্যবহার চলছে,তেমনই অভিযোগ পেয়ে এদিন সেইসমস্ত জায়গায় বাজারে,দোকানে অভিযান চালায় চন্দ্রকোনা পৌরসভা।এদিনের অভিযানে প্লাস্টিক ব্যবহারের দায়ে ৮ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয় বলে পৌরসভার তরফে জানানো হয়।