৪ ঘন্টা অবরোধে চরম ভোগান্তি হাওড়া স্টেশনে

author-image
Harmeet
New Update
৪ ঘন্টা অবরোধে  চরম ভোগান্তি হাওড়া স্টেশনে

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে একাধিক ইস্যুতে বারবার অবরোধের ঘটনা উঠে আসছে। কখনও গ্যালোপিন ট্রেন দাঁড়ানোর দাবিতে, কখনও ট্রেন দেরিতে ছাড়ার যুক্তিতে, আবার কখনও ট্রেন বাড়ানোর যুক্তিতে একের পর এক অবরোধের ঘটনা উঠে এসেছে। তবে রেলের তরফে একাধিক অভিযোগের ইস্যুতে বারবার অবরোধ চলছে। মূলত স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ৩ ঘন্টা পর অবরোধ উঠলেও ফের আজ রেল অবরোধ। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতি রেলের তরফে মিললেও শেষ অবধি স্পেশাল ট্রেন বাড়ানো হয়নি।  সকাল ৭টা ১০ মিনিটে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। আটকে পড়েছে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে।