নিজস্ব সংবাদদাতাঃ কাবুলে রুশ দূতাবাসের কাছে সোমবারের বিস্ফোরণের পর তালেবান নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সোমবার সকালে রুশ দূতাবাসের কনস্যুলার ডিপার্টমেন্টের গেটের কাছে যে বিস্ফোরণ ঘটে তাতে ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপে মুত্তাকি আশ্বাস দেন, রুশ দূতাবাসের সামনে বিস্ফোরণের দিকে বিশেষ নজর দেওয়া হবে। ল্যাভরভ এই ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ সংগঠনের কাজ বলে মনে করেন এবং তাদের বিরুদ্ধে লড়াই করার ওপর জোর দেন বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র। এর আগে, তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার রুশ দূতাবাসের কাছে হামলার নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, বিস্ফোরণে রুশ দূতাবাসের দুই কর্মী নিহত এবং বেশ কয়েকজন স্থানীয় নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আব্দুল কাহার বালখি।