নিজস্ব সংবাদদাতাঃ পুজোর আর এক মাসও বাকি নেই। এখন থেকেই জোর কদমে চলছে তোড়জোড়। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উদযাপনের জন্য মেতেছে বঙ্গবাসী। তবে বাঙালিদের বাস বিশ্বের সর্বত্র। আর যেখানেই চার জন বাঙালি একসঙ্গে থাকেন, সেখানেই একটি দুর্গা পুজোর আয়োজন করা হয়। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও পালিত হয় দুর্গাপুজো। ১৯৭৪ সালে ১২টি বাঙালি পরিবার মিলে নিউ সাউথ ওয়েলসে প্রথম দুর্গাপুজো শুরু করেছিল। তবে এই পুজো এখন অস্ট্রেলিয়ার সমস্ত শহরেই উদযাপন করা হয়। সিডনিতে প্রচুর বাঙালি পরিবার থাকে। এছাড়া মেলবোর্নেও দুর্গাপুজো ধুমধাম করে হয়ে থাকে।
মেলবোর্নের দক্ষিণ শহরতলির কিসবরোতে দুর্গাপুজো উদযাপিত হয়। কিসবরোতে পূজা একটি সম্প্রদায়ের বিষয় এবং সবাই এই প্রক্রিয়াতে অংশ নেয়।