নিজস্ব সংবাদদাতাঃ বলা হয়, যেখানে তিন থেকে চারজন বাঙালি একত্রিত হন, সেখানেই একটি দুর্গাপুজোর আয়োজন করা হয়। আর বাঙালিদের দুর্গাপুজো অনেক বছর আগেই বঙ্গের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। মা দুর্গা তাঁর সন্তানদের নিয়ে বিদেশেও যাচ্ছেন। ভারত বাংলাদেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও পালিত হয় দুর্গাপুজো। তবে কলকাতার দুর্গাপুজো এই উৎসবের হাব হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্গাপুজোও সমান বিখ্যাত। মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্গাপুজো ৫২ বছরে পা দেবে। সেখানে রয়েছে ভারতীয়দের বড় সম্প্রদায়। প্রতি বছর পুজোর সময় তাঁরা এক হয়ে উৎসবের আয়োজন করে থেকেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্গাপুজো ৫০ টি রাজ্যে উদযাপিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চার থেকে পাঁচ দিন ধরে উত্সবের রেশ থাকে। তবে এখানে দুর্গাপুজোর দিন দেখে পালন করা হয় না। ১৯৭০ সালের গোড়ার দিকে প্রথম এই দেশে পুজো শুরু হয়।