রানীর দেশেও পালিত হয় বিখ্যাত বাঙালিদের দুর্গোৎসব

author-image
Harmeet
New Update
রানীর দেশেও পালিত হয় বিখ্যাত বাঙালিদের দুর্গোৎসব

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপূজা এমন একটি উৎসব যা কেবল ভারতেই নয় যুক্তরাজ্যেও উদযাপিত হয়। যুক্তরাজ্যে বহুসংখ্যক বাঙালি স্থায়ীভাবে বসবাস করেন। তাঁরাই প্রথম দুর্গাপূজা শুরু করেন। কলকাতার কুমারটুলি থেকে দুর্গার প্রতিমা আমদানি করে খাঁটি বাঙালি নিয়মে দুর্গাপূজা পালন করা হয়। এছাড়া দুর্গাপূজা সমিতিগুলো একে অপরের সাথে জড়িত থাকার জন্য এবং এই সময়ে প্রেম ও ঐক্য ছড়িয়ে দেওয়ার জন্য আরও ক্রিয়াকলাপ পরিচালনা করে। 



লন্ডনে শারদ উৎসব ইলিং টাউন হলে উদযাপন করা হয়। ২০০৬  সাল থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য লন্ডনের টেমস নদীতে অনুমতি দেওয়া হয়েছে।