নিজস্ব সংবাদদাতাঃ পুজোর মুখেই চাকরি পেতে চলেছেন ২৩ জন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই নির্দেশ দেওয়া হল সোমবার। প্রাথমিক পর্ষদের ভুলে ২৩ জন চাকরি পাননি বলে অভিযোগ। পর্ষদ নিজেদের ভুল স্বীকার করে নিলেও এখনও চাকরি দেননি এই অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল। মামলা করেন সোহম রায় চৌধুরী নামে এক চাকরি প্রার্থী। সোমবার আদালতে মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। ছিলেন বোর্ডের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়ও। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ দিতে হবে ২৩ জনকে। শিক্ষক দিবসেই শিক্ষক হওয়ার লড়াইয়ে জয়, দারুণ খুশি মামলাকারীরা।