করোনা নিয়ন্ত্রণে কড়া শিলিগুড়ি পৌরনিগম

author-image
New Update
করোনা নিয়ন্ত্রণে কড়া শিলিগুড়ি পৌরনিগম

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: করোনা নিয়ন্ত্রণে কড়া শিলিগুড়ি পৌরনিগম। শিলিগুড়ি পৌরনিগম এলাকা এবং মাটিগাড়া ব্লকে আজ থেকে পালা করে সপ্তাহে একদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বন্ধ রাখা হয়েছে চম্পাসারি বাজার। শিলিগুড়ি পৌরনিগমের তরফে করা হচ্ছে বাজারগুলোর স্যানিটাইজেশন। যেহেতু মূলত বাজারগুলোতে থেকে সংক্রমণ ছড়াচ্ছে সে কারণেই বাজার বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি যাতে করোনাভাইরাস রোধে প্রশাসনিক নির্দেশগুলো সকলে মেনে চলে তার জন্য প্রশাসন থেকে জোন অনুযায়ী একটি করে মনিটরিং কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে থাকবে পুলিশ প্রশাসন সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকরা, পাশাপাশি থাকবে বাজার কমিটির কিছু সদস্য। সোমবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক আধিকারিক সহ বাজার কমিটির আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক এস. পুনামবালাম, পুলিশ আধিকারিকরা সহ বাজারে কমিটির সভাপতি, সম্পাদক এবং কিছু সদস্য-সহ শিলিগুড়ি পুরনিগমের পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া।