প্রতিটি শিশুর 'বিনামূল্যে, মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার' থাকা উচিত: কেজরিওয়াল

author-image
Harmeet
New Update
প্রতিটি শিশুর 'বিনামূল্যে, মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার' থাকা উচিত: কেজরিওয়াল

নিজস্ব সংবাদদাতা : শিক্ষক দিবসে তামিলাড়ুতে সফর করছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আন্তর্জাতিক স্তরে ভারতকে ১ নম্বরে থাকতে হলে সরকারি স্কুলগুলির উন্নয়নের উপর জোর দেন তিনি। শিক্ষক দিবস উদযাপনের জন্য তামিলনাড়ু সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেজরিওয়াল বলেন যে ভারত যদি একটি উন্নত দেশ হতে চায়, "প্রত্যেক শিশুর 'বিনামূল্যে এবং মানসম্পন্ন শিক্ষা পাওয়ার অধিকার' থাকা উচিত"।



আপ আহ্বায়ক বলেন, 'ভারতে আমাদের দেশে ২৭ কোটি শিক্ষার্থী স্কুলে যায় এবং এর মধ্যে ১৮ কোটি সরকারি স্কুলে ভর্তি হয়। আমরা জানি, সারা দেশে সরকারি স্কুলগুলোর অবস্থা কী, কিছু বাদে, করুণ দশা।আমরা চাই আমাদের দেশ এক নম্বর দেশে পরিণত হোক। আমরা উন্নত দেশে পরিণত হতে চাই। কিন্তু আমাদের ৬৬ শতাংশ শিশু যদি সরকারি স্কুলে পঁচা শিক্ষা পায়, তাহলে দেশ কীভাবে এগোবে?"