মহারাষ্ট্রে ফের একত্রে অমিত শাহ, একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিশ

author-image
Harmeet
New Update
মহারাষ্ট্রে ফের একত্রে অমিত শাহ, একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিশ


নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে ফের একত্রে দেখা গেল অমিত শাহ, একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিশকে। মুম্বাইয়ের লালবাউগচা রাজার কাছে প্রার্থনা করেছেন ৩ জনে একত্রে। 

Ganesh Chaturthi 2022: Get prasad online from iconic Lalbaugcha Raja in  Mumbai | Mint

এছাড়াও ৩ জনে একত্রে বৈঠকও করেন। ইতিমধ্যেই সামনে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের লালবাউগচা রাজার কাছে প্রার্থনা করছেন ৩ জনে। দেখুন সেই ভিডিও-