ফের হাতির হামলায় মৃত্যু, এলাকা জুড়ে আতঙ্ক

author-image
Harmeet
New Update
ফের হাতির হামলায় মৃত্যু, এলাকা জুড়ে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনা ও আহত হওয়ার ঘটনা। রবিবার রাতে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার কাঁকো এলাকায় আচমকা ছয়টি হাতি ঢুকে পড়ে।গ্রামবাসীদের সাথে হাতি তাড়াতে গিয়েছিলেন কাঁকো গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী সমীর দাস। হাতি তাড়া করে গ্রামবাসীদের, সেই সময় হাতির সামনে পড়ে যায় সমীর দাস । তাকে আছড়ে পা দিয়ে পিষে দেয় হাতি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটজনক হওয়ায় বিনপুর গ্রামীণ হাসপাতাল থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করা হয় । রবিবার গভীর রাতে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে হাতির হামলায় আহত চিকিৎসাধীন সমীর দাসের মৃত্যু হয়। যার ফলে সমীর দাসের মৃত্যু সংবাদ তার এলাকায় পৌঁছলে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

গত ১৫ দিনে হাতির হামলায় ঝাড়গ্রাম ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটলো এবং আহত হয়েছে আট জন। এছাড়াও ঘর বাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলা অব্যাহত রয়েছে। সোমবার সকালে ঝাড়গ্রাম ব্লকের বাঁশতলা স্টেশনে একটি হাতি তাণ্ডব চালায়। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাতির দল।শুধু ঝাড়গ্রাম ব্লকে নয় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল ,জামবনী, লালগড়, বিনপুর, বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। যেভাবে হাতির হামলায় প্রাণ হানির ঘটনা বাড়ছে তাতেই যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।