নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরুর বিস্তীর্ণ এলাকা।কোরমঙ্গলা সহ বেঙ্গালুরুর বেশ কয়েকটি অংশে প্রভাবিত জনজীবন। তৈরি হয়েছে যানজট। মারাথাহল্লি-সিল্ক বোর্ড জংশন রোডের কাছে জল জমার কারণে আটকে পড়েন একজন স্থানীয় বাসিন্দা। তাকে নিরাপত্তারক্ষীরা উদ্ধার করেছে। দেখুন ভিডিওয়।
এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) কর্ণাটক জুড়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। রবিবার থেকে বেঙ্গালুরু, উপকূলীয় কর্ণাটকের তিনটি জেলা এবং রাজ্যের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে চলেছে।
#Karnataka | Heavy rain caused waterlogging in parts of #Bengaluru, disrupting normal life. Avoid traveling in Whitefield, Mysore road,Sarjapur,rainbow layout,silk board,ORR, Banashankari stages,co-operate until it's going to be clear#bengalururainshttps://t.co/R5pRwent2N