নিজস্ব সংবাদদাতাঃ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শারীরিক অবস্থার উন্নতি হলে রবিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এই প্রবীণ রাজনীতিককে। করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ আসলে (৩১ আগস্ট) দেশটির জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয় তাকে। মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়া পেলেও মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনেই থাকবেন তিনি।
দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় ৯৭ বছর বয়সী মালেশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী তিন ডোজ টিকা নিয়েছিলেন। সবশেষ ভ্যাকসিন নিয়েছিলেন ২০২১ সালের নভেম্বরে। বর্ষীয়ান এই নেতা আগেও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।