নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘ বিবাদের পর এক দশকেরও বেশি সময় পর ইসরায়েলে নোঙর করেছে তুরস্কের একটি যুদ্ধজাহাজ। তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভূমধ্যসাগরে ন্যাটোর কৌশলের অংশ হিসেবে ইসরায়েলের হাইফা বন্দরে নোঙ্গর করে তুর্কিয়ের যুদ্ধজাহাজ ফ্রিগেট কেমালরিস। ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটির ক্রুদের তীরে নামার অনুমতি দিতে আঙ্কারা একটি প্রাথমিক অনুরোধ জমা দিয়েছে। হাইফা বন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০১০ সালের পর এই প্রথমবারের মতো তুরস্কের একটি নৌ-জাহাজ ইসরায়েলে এসেছে।