পাকিস্তানের বিরুদ্ধে হারের দায় এড়াতে পারবেন না ভুবনেশ্বর

author-image
Harmeet
New Update
পাকিস্তানের বিরুদ্ধে হারের দায় এড়াতে পারবেন না ভুবনেশ্বর

নিজস্ব সংবাদদাতাঃ ভারত হেরে যেতেই অনেকের মুখে আফসোস, রবি বিষ্ণোইয়ের ওভারে অর্শদীপ সিংহ যদি ক্যাচটা না ফেলতেন। আসিফ আলির সহজ ক্যাচটা অর্শদীপ ধরে নিলে ম্যাচ ঘুরত কি না সেটা তর্কের বিষয়। কিন্তু ১৯তম ওভারে বল করতে এসে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ১৯ রান দিয়ে গেলেন। দায় এড়াতে পারবেন না তিনিও। ভারতীয় দলের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ভুবনেশ্বর কুমার চার ওভারে ৪০ রান। পাকিস্তানের কাছে ম্যাচ হারার জন্য ভুবনেশ্বর সেই দায় এড়িয়ে যেতে পারেন না। সাংবাদিক বৈঠকে বিরাট কোহলী বললেন, “শিশির নেই এখানে। প্রথম এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় খুব বেশি তফাত হয়নি।” শিশিরের উপর দায় চাপানোরও জায়গা পাবেন না ভুবনেশ্বররা। ভুবনেশ্বর কুমারের এক ওভারে ১৯ রান দিয়ে দেওয়াতেই ভারত ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে।