ধেয়ে আসছে শক্তিশালী 'টাইফুন হিননামনোর', শঙ্কায় লকডাউনের পরিস্থিতি

author-image
Harmeet
New Update
ধেয়ে আসছে শক্তিশালী 'টাইফুন হিননামনোর', শঙ্কায় লকডাউনের পরিস্থিতি

নিজস্ব সংবাদদাতাঃ করোনাত্তোর জাপানে ধেয়ে আসছে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। যার নাম, 'টাইফুন হিননামনোর'। গত দু-তিন বছরের মধ্যে এত বড় ঘূর্ণিঝড় জাপানে আসেনি বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। রবিবার সকাল থেকে পূর্ব চিনের বেশ কিছু জায়গায় টাইফুন হিননামনো-এর প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হয়। জাপানের ওকিনাওয়া প্রদেশের বেশ কয়েকটি জায়গা থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে।


শহরের মোট তিনটি পুরসভা এলাকার সব মানুষদের সরানো হয়েছে বলে মেয়র জানিয়েছেন। এই শহরের উপর দিয়েই যাবে 'টাইফুন হিননামনো'। এইসব জায়গার পাশ্বর্বতী অঞ্চলে কার্যত লকডাউন ঘোষণা করে, স্কুল-কলেজ, অফিস-ব্যাঙ্ক বন্ঘধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।