নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিন পর খেরসনে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করতে দেখা গেছে। মিলিটরি ল্যান্ড ডট নেট শীর্ষক এক টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনারা খেরসনের ভিসোকোপিলিয়া এলাকায় একটি হাসপাতালের ছাদে ইউক্রেনের পতাকা উত্তোলন করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিশেষ ফোর্সের কর্মকর্তা তারাস বেরেজোভেটস জানিয়েছেন, পাল্টা আক্রমণ চালিয়ে পুরো খেরসন শহর পুনরুদ্ধারে তাদের কয়েক মাসের মতো সময় লেগে যেতে পারে। তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী কেবল খেরসন অঞ্চলই নয়, বরং দখলকৃত সব অঞ্চল মুক্ত করতে যাচ্ছে। এটা করতে কত সময় লাগবে সেটি কোনও বিবেচ্য বিষয় নয়।