সহজ ক্যাচ গলিয়ে প্রশ্নের মুখে অর্শদীপ

author-image
Harmeet
New Update
সহজ ক্যাচ গলিয়ে প্রশ্নের মুখে অর্শদীপ

নিজস্ব সংবাদদাতাঃ ক্যাচ প্র্যাকটিস! তার চেয়েও সহজ। এত ক্যাজুয়াল ভঙ্গি! তাও আবার স্লগ ওভারে…। ভারত-পাকিস্তান দুই শিবিরই অবাক। রোহিতও রাগ আড়াল করতে পারলেন না। অর্শদীপ হাতের ক্যাচ ফেলে নিজেও লজ্জায় পড়লেন। তাঁর বোলিং যতটা তুখোড়, ফিল্ডিংয়ে অনেক বেশি নড়বড়ে। হাইভোল্টেজ ম্যাচে এমন ক্যাচ ফেলা উচিত নয় কোনও ক্রিকেটারের। শুধু কী ফিল্ডিং খারাপ নাকি অন্য কিছু? প্রশ্ন থেকেই যাচ্ছে সবার মনে। এছাড়াও ২০ তম ওভারের ২ নং বল নিয়েও প্রশ্ন উঠেছে সবার মনে।



অর্শদীপ সিংয়ের ভুলের মাশুল ভুগতে হল টিমকে। গুরুত্বপূর্ণ সময়ে আসিফ আলির অত্যন্ত সহজ ক্যাচ মিস করেন অর্শদীপ সিং। তাতেই যেন হাতছাড়া হয়ে যায় ম্যাচ। স্বাভাবিকভাবেই এমন জঘন্য ফিল্ডিংয়ের জন্য ক্যাপ্টেন ক্ষোভ উগরে দেন অর্শদীপের উপর। যার ক্যাচ ফেলেছিলেন, সেই আসিফ আলিই ১৯ তম ওভারের শুরুতে বিশাল ছক্কা মারলেন। ১০ বলে ১৭ রানের লক্ষ্য দাঁড়াল পাকিস্তানের। শেষ ওভারে চাই মাত্র ৭ রান। বল হাতে তরুণ অর্শদীপ। ইয়র্কারে ওভার শুরু। চতুর্থ বলে আসিফ আলিকে ইয়র্কারে ফেরালেন অর্শদীপ। ২ বলে ২ রান। নাটকীয়, রুদ্ধশ্বাস। ক্যাচ মিসের ভুল বোলিংয়ে ঢাকা সম্ভব হল না। ১ বল বাকি থাকতে জয় পাকিস্তানের।