New Update
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ রাজ্যজুড়ে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং শিক্ষা মন্ত্রীসহ শাসকদলের মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে এবার পথে নামল বিজেপি যুব মোর্চা। এদিন মেদিনীপুর শহর জুড়ে যুব মোর্চার তরফ থেকে একটি বড় মাপের মিছিল করা হয়। যে মিছিলে হাঁটেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এই মিছিলের প্রধান বিষয়বস্তুই ছিল নকল জেলখানা করে সেখানে শিক্ষা মন্ত্রীকে কারারুদ্ধ করা। এছাড়া বেকাররা চাকরি না পেয়ে রাস্তাঘাটে মুড়ি এবং চপ বিক্রি করা। এই দুটো বিষয় অভিনয় ভাবে যেমন ফুটিয়ে তুলেছিল বিজেপির যুব মোর্চার কর্মী ও সদস্যরা। ঠিক অপরদিকে বাংলার শাসক দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে ইডি হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে এরকমও দৃশ্য দেখা গেল এদিন। শুধু যুবরাজ বলা ভুল হবে সঙ্গে ফিরহাদ হাকিমকেও দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই ছবি এদিন ফুটে উঠল মেদিনীপুরে। এরই সঙ্গে বেকার যুবকরা মশলা মুড়ি এবং গরম চপ দিলেন মেদিনীপুরের সাংসদ ও সর্বভারতীয় বিজেপি নেতা দিলীপ ঘোষের হাতে। তিনি সেই মুড়ি খেয়ে বললেন বেকারদের আর করার কিছুই নেই। কারণ শিক্ষা মন্ত্রী সমস্ত টাকা মেরে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। যার ফলে শিক্ষিত বেকারদের এখন চাকরির বদলে রাস্তায় মুড়ি ও চপ বিক্রি করতে হচ্ছে। এদিন মিছিলে হাঁটার পর সাংবাদিকদের সঙ্গে মিছিল শেষে মিলিত হন মেদিনীপুরের সাংসদ ও বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।
তৃণমূলের একাধিক বিধায়ক ও প্রভাবশালী নেতার বাড়িতে তদন্তকারী সংস্থার রেড প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "আগে বলা হচ্ছিল এবার কাজ করা হচ্ছে। এতদিন যারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং তদন্তকারী সংস্থাকে ভয় দেখাচ্ছিল এখন তাদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তারা যে মিথ্যে কথা বলছিল তা প্রমাণ হয়ে গেল। তাই চুরিও করবেন ও চোখ দেখাবেন এটা চলতে পারে না।"
এক মাছ ব্যবসায়ীর কাছে টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "এতদিন কি সিআইডি দুধ খেয়ে ঘুমাচ্ছিল। মূলত তৃণমূল নেতা মন্ত্রীদের ঘর থেকে টাকা উদ্ধারের ঘটনার দৃষ্টি ঘুরিয়ে দিতেই এই ধরনের টাকা উদ্ধারে নেমেছে সিআইডি। এতদিন কয়লা চোর,গরু চোর ও বালি চোরদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার করতে পারেনি তারা। এখন তাদের মনে পড়ছে। তৃণমূল এখন বুঝতে পেরেছে এই হাতটা সরাসরি এবার গলার দিকে যাচ্ছে তাই সিআইডিকে নামিয়ে এটাকে ডাইভার্ট করার কাজ চলছে।"
বাংলায় STF-র হাতে জঙ্গি ধরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "সারা দেশের না বিশ্বের জঙ্গিরা এই রাজ্যে এসে আশ্রয় নেয়। কারণ জঙ্গিরাও জানে এখানে ঢুকে গিয়ে মা মাটি মানুষ জিন্দাবাদ বললেই শাসকদলের আশ্রয়ে থাকা যায়। একমাত্র ডায়মন্ড হারবার সমস্ত অ্যান্টি ন্যাশনাল এবং দুষ্কৃতকারীদের আড্ডা। তাই ডায়মন্ড হারবারে গিয়ে তদন্ত করা উচিত।"
গ্রীন ট্রাইবুনাল থেকে রাজ্য সরকারের ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্র সরকারের দেওয়া টাকা এ রাজ্য লুটে নেয়, কোনও কাজ করে না। আর তার ফল সবাইকেই ভোগ করতে হয়।" এরপর মদন মিত্র বেঁচে আছে কিনা বলে খোঁচা দিয়ে মেদিনীপুর থেকে বেরিয়ে যান দিলীপ ঘোষ।
bjp yuva morcha
abhishek banerjee
tmc leader
coal scam
medinipur
Cattle Smuggling
march
politics
dilip ghosh
west bengal
cid
bjp
tmc
ed
firhad hakim
scam case