নিজস্ব সংবাদদাতাঃ দুর্গা পুজো সর্বসাধারণের পুজো। অথচ এই উৎসবের দিনগুলোতে কিছু মানুষকে কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। যেমন, লরির একজন খালাসির জীবন।
পুজো হোক কিংবা সাধারণ দিন, তাঁদের দিনের বেশিরভাগ সময়টা কাটে কাজের মধ্যে। এমনই এক লরি খালাসির কথা তুলে ধরা হচ্ছে বাঘাযতীন বি অ্যান্ড সি-এর পক্ষ থেকে।