বিশ্বকর্মা পুজোর আগে বিষাদের সুর মৃৎ শিল্পীদের কন্ঠে

author-image
Harmeet
New Update
বিশ্বকর্মা পুজোর আগে বিষাদের সুর মৃৎ শিল্পীদের কন্ঠে

নিজস্ব সংবাদদাতা, লাউদোহা : বিগত দুবছর করোনা আবহের কারণে মার খেয়েছে মৃৎশিল্পীদের ব্যবসা। কিন্তু এবছর মনে করা হয়েছিল যে মৃৎশিল্পীরা লাভের মুখ দেখবেন।কিন্তু পাণ্ডবেশ্বর বিধানসভার ঝাঝরা এলাকার মৃৎ শিল্পী নয়ন মনি দাস জানান, "করোনাকালে যেভাবে বিশ্বকর্মা প্রতিমার বিক্রি হয়েছে, যে দাম ছিল, এবছর প্রতিমার দাম ভালো পাওয়া যাবে এবং অর্ডার বেশি হবে এমনটাই আমরা মনে করেছিলাম। কিন্তু বাস্তবে তা দেখা গেল না। করোনা অবহে যেমন মূর্তির দাম ছিল, এ বছর নতুন করে কোনো দাম বাড়েনি। কারণ সেভাবে মূর্তির তৈরির অর্ডার হয়নি। তাই এক কথায় লাভের আশা এবছর করা যাচ্ছে না" । তাই এবারের বিশ্বকর্মা পুজোয় সেভাবে প্রতিমার অর্ডার না থাকায় লাভের মুখ দেখছেন না খনি অঞ্চলের মৃৎ শিল্পীরা।'' তিনি জানান, ''বিশ্বকর্মা পুজোর জন্য প্রতিমা তৈরি করার বহু শিল্পীকে আনা হয়েছিল বাইরে থেকে। তাদের খরচ মেটাতে এখন চরম সমস্যায় পড়েছেন ।'' তবে এর পাশাপাশি তিনি জানান যে বিশ্বকর্মা পুজোয় এবারে মূর্তির অর্ডার কেন বেশি নেই জানা নেই । তবে দুর্গাপুজোর জন্য ভালো রকম অর্ডার রয়েছে। বিশ্বকর্মা পুজোর ঘাটতি দুর্গাপুজোর মূর্তিতেই উঠে আসবে, এই আশায় রয়েছেন তারা ।