নিজস্ব সংবাদদাতাঃ আজ দুবাইতে ফের মুখোমুখি ভারত - পাকিস্তান। আর এই হাই - ভোল্টেজ ম্যাচের আগে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম ভারতীয় অল - রাউন্ডার হার্দিক পাণ্ড্যর প্রশংসায় পঞ্চমুখ হলেন।
এশিয়া কাপের সুপার ৪ সংঘর্ষের আগে ওয়াসিম আকরাম হার্দিককে "নির্ভীক" ক্রিকেটার হিসাবে চিহ্নিত করেছেন এবং যোগ করেছেন যে হার্দিক পাণ্ড্যর মতো অল-রাউন্ডার তাঁকে নিজের কথা মনে করিয়ে দেয়।