দুর্গাপুজো মানেই ডায়েট ভুলে স্ট্রিট ফুড উপভোগ করা

author-image
Harmeet
New Update
দুর্গাপুজো মানেই ডায়েট ভুলে স্ট্রিট ফুড উপভোগ করা

​নিজস্ব সংবাদদাতাঃ দোরগোড়ায় দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই সমস্ত ডায়েট ভুলে মনের সুখে স্ট্রিট ফুড উপভোগ করা। বছরের এই পাঁচটা দিন চরম ফিটনেস ফ্রিকরাও স্ট্রিট ফুডে মজে থাকেন। পুজোতে এগরোল, চাউমিন থেকে শুরু করে ফিশফ্রাই, ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ঘুগনি ইত্যাদি না খেলে দিনগুলো অসম্পূর্ণ থেকে যায়।

এইভাবেই ওই পাঁচদিন বাঙালি সব ভুলে পেটপুজোতে মনোনিবেশ করে।