২৪ ঘণ্টার মধ্যে চুরির ঘটনার কিনারা করলো পুলিশ

author-image
Harmeet
New Update
২৪ ঘণ্টার মধ্যে চুরির ঘটনার কিনারা করলো পুলিশ

হরি ঘোষ, দুর্গাপুর : চুরির ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চুরির সামগ্রী সহ ধরা পড়লো চোর। ধৃত ওই ব্যক্তি নিজের বয়ানে নিজের স্বীকার করেছে চুরির কথা। রবিবার এমনই বিষয় লক্ষ্য করা গেল রানীগঞ্জ থানা এলাকাতে। শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে ৩৬ নম্বর ওয়ার্ডের শিশু বাগানের বড়দই শালডাঙ্গার এক চিকিৎসকের বাড়িতে। বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে রকি ডোম নামে এক বছর তিরিশের ব্যক্তি  গভীর রাতে বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়ির মধ্যে থাকা বিভিন্ন সামগ্রী লুটপাট করে। এই চুরির ঘটনার বিষয় ওই পরিবারের সদস্যরা থানায় জানালে পুলিশ ঘটনার তদন্তে নেমে, সিসিটিভি ফুটেজ ধরে রকি ডোমকে পাকড়াও করে।





ধৃত ওই ব্যক্তি কে রবিবার পুলিশ মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়ার সময়, তার কাছে এই চুরির বিষয়ে জানতে চাইলে সে অকপটেই স্বীকার করে, যে রাতে একাই ওই গৃহস্থের বাড়িতে সে চুরি করেছে। তার দাবি, নেশার টাকা জোগাড় করতে সে বারংবার এই চুরির ঘটনা ঘটায়। পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে পাঠায়। বিচারকের কাছে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে জানা গিয়েছে।