নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সৈনিক কলোনিতে জম্মুতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে গুলাম নবি আজাদ নিজের রাজনৈতিক দল চালু করার কথা ঘোষণা করেন। দলের নাম নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। গত ২৬ আগস্ট কংগ্রেসের সঙ্গে প্রায় ৫০ বছরের সম্পর্ক শেষ হওয়ার পর এটিই ছিল আজাদের প্রথম বৈঠক। তিনি বলেন, 'জম্মু-কাশ্মীরের মানুষ দলের নাম ও পতাকা ঠিক করবেন। আমি আমার দলকে একটি হিন্দুস্তানি নাম দেব যা সবাই বুঝতে পারে।' তিনি আরও যোগ করেন যে তাঁর দল পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার, জমির অধিকার এবং স্থানীয় অধিবাসীদের কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করবে।