ভগবতী পুজোর মহাষ্টমী ঘিরে মহোৎসব

author-image
Harmeet
New Update
ভগবতী পুজোর মহাষ্টমী ঘিরে মহোৎসব

 নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে একমাত্র ভগবতী পুজো হয় ঘোষপাড়ায়। মা ভগবতী ঘোষ মণ্ডলদের কুলদেবি বলেই পরিচিত। কুমারডিহি ভগবতী পুজো প্রায় ৪০০ বছরের প্রাচীন। আজও প্রথা মেনেই পুজো হয়ে আসছে। দুর্গাপুজোর মতোই হয় মা ভগবতী পুজো। সপ্তমীর দোলা আনা থেকে শুরু করে অষ্টমী নবমী দশমী পর্যন্ত চলে এই পুজো। শাক্ত মতে পুজো হয় বলেই বলিদান প্রথা রয়েছে এখানে । এই পুজো ঘিরে কুমারডিহির ঘোষ পাড়ায় উৎসবের মেজাজ। যারা গ্রাম থেকে চাকরি সূত্রে দূর-দূরান্তে থাকেন মা ভগবতী পূজারী তারা ফিরে আসেন গ্রামে। বাড়িতে বাড়িতে মিষ্টান্ন তৈরি করা থেকে শুরু করে সমাগম হয় আত্মীয় কুটুম্বদের।


আজ মহা অষ্টমীর মহাবলীদান হয় প্রাচীন রীতি মেনে। এই প্রথাটি হল একটি তামার বাটি, তাতে সুক্ষ একটা ছিদ্র, সেটা রাখা থাকে জল ভর্তি একটা পাত্রে। নির্দিষ্ট সময়ে সেই তামার বাটি জলে ডুবলেই হয় বলিদান। উল্লেখ্য, এখানে ছাগ বলিদান হয়। এই ভগবাতি পুজোর ঠিক একমাস পরই হয় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।এই পুজোর চারদিন হয় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান । তার মধ্যে বিশেষ আকর্ষণীয় হল কবিগান।