শেষবার জাকার রকেট শটে কেঁপেছিল ইউনাইটেডের জাল

author-image
Harmeet
New Update
শেষবার জাকার রকেট শটে কেঁপেছিল ইউনাইটেডের জাল
নিজস্ব সংবাদদাতাঃ রবিবারের ক্লাসিক ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল, ফুটবল প্রেমীরা দুর্দান্ত একটি গোল দেখেছিলেন। 
আর্সেনালের গ্রানিত জাকার দুরপাল্লার শট কাঁপিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের গোল দুর্গ। চমকে গিয়েছিলেন মাঠে উপস্থিত দর্শকরা।