নিজস্ব সংবাদদাতাঃ সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপূজো মানেই হল বন্ধুবান্ধব, পরিবার, মজা, গান, আড্ডা এবং অবশ্যই খাওয়া - দাওয়া। দুর্গাপুজোর একটি বিশেষ আকর্ষণ হল মহাষ্টমীর খিচুড়ি ভোগ। এই খিচুড়ির স্বাদ হয় অতুলনীয়। চাল - ডাল দিয়ে তৈরি এই খিচুড়ি অনেক পুজো মণ্ডপেই বসিয়ে খাওয়ানো হয় অষ্টমীর দুপুরে।
এছাড়াও ওই খিচুড়ির সঙ্গে সঙ্গে পাঁচ রকমের ভাজাও নিবেদন করা হয় মা দুর্গাকে।