দিগ্বিজয় মাহালী, ডেবরা :ডেবরায় বিকল ট্রান্সফরমার। ২০ দিন ধরে বিদ্যুৎহীন ৩৫ টি পরিবার। তৈরি হয়েছে পানীয় জলের সংকট।এই ধরনের ছবি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের ধন্যাগেড়্যা গ্রামে। ২০ দিন আগে বিদ্যুৎ এর ট্রান্সফরমার বিকল হয়। তারপর কয়েকদিন কেটে গেলেও ঠিক না হওয়ায় বালিচক এস এস কে লিখিত অভিযোগ জানায় ওই পরিবারগুলি। তারপরেও কোনো কাজ হয়নি বলে দাবি পরিবার গুলির।
তীব্র গরম, তারপর ছেলে মেয়েদের পড়াশুনা বন্ধ। বন্ধ পানীয় জল সরবরাহ।খুব কষ্টে দিন কাটাচ্ছে পরিবার গুলি। রাতে মোববাতি ও লম্ফই ভরসা। তারপর আবার সাপের উপদ্রব। দ্রুত ট্রান্সফরমারের আবেদন জানিয়েছে পরিবার গুলি। অপরদিকে এ বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রতিমা মুখার্জী জানান, 'এই ঘটনা আমার জানা নেই।যদি কেউ আমাকে জানায় আমরা অবশ্যই দেখবো এবং এস এস এর সঙ্গে কথা বলবো।যাতে ওই পরিবার গুলি নতুন ট্রান্সফরমার পায়।'