নিজস্ব সংবাদদাতাঃ জোড়া গোল করেছেন সুমিত পাসি। মুম্বই সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে ৪-৩ গোলে জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদ ব্রিগেডের হয়ে ক্লেইটন সিলভা এবং পাসি দুটি করে গোল করেছেন।
দুরন্ত এই জয়ের রেশ ধরে সুমিত পাসকে নিয়ে নতুন স্লোগান তৈরি করেছে ইমামি ইস্টবেঙ্গল- "আমার-তোমার মুখে হাসি, গোল করল সুমিত পাসি!"