৯৪.৫৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান ধরে রাখলো শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

author-image
Harmeet
New Update
৯৪.৫৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান ধরে রাখলো শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর মান মূল্যায়নের জন্য রাজ্য সরকারের তরফ থেকে গত ২০১৬ সাল থেকে সুশ্রী কায়া প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা পরিষেবা, পানীয় জল সহ একাধিক পরিকাঠামো খতিয়ে দেখে রাজ্য ও জেলা স্তরের হাসপাতালগুলোকে পুরষ্কৃত করা হয়। 



সেই মতো ঝাড়গ্ৰাম জেলার ১৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে পিছনে ফেলে পরিকাঠামো, রোগী পরিষেবা, হাসপাতালের সৌন্দর্যায়ণ সহ একাধিক ক্ষেত্রে সকলকে পেছনে ফেলে রাজ্য সরকারের 'সুশ্রী কায়া প্রকল্প ২০২২' এ টানা দ্বিতীয় বারের জন্য ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম হল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। জানা গিয়েছে, ৯৪.৫৮ শতাংশ নম্বর পেয়ে ঝাড়গ্ৰাম জেলার মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। রাজ্য সরকারের পক্ষ থেকে পুরষ্কার পেয়ে খুশি শাশড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ।