নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : দক্ষিণ পূর্ব রেলের ঝাড়গ্রাম খড়গপুরের মাঝে সরডিহাতে রেল অবরোধ গ্রামবাসীদের। তার জেরে একাধিক স্টেশনে দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সরডিহা এলাকার মানুষের অভিযোগ, কোভিডের পর সব স্বাভাবিক হলেও স্টিল এক্সপ্রেস এর স্টপেজ আজও চালু হয়নি। এর আগে পাঁচ বার এই ইস্যুতে অবরোধ হলেও রেল, সাংসদ সবার তরফে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, স্টিলের স্টপেজ হয়নি। ফলে চরম সমস্যায় এলাকাবাসী। শুধু তাই নয়।
সারা দেশে সমস্ত ট্রেন চালু হলেও এই ডিভিশনে এখনো সব লোকাল চালু হয়নি। যেগুলো হয়েছে সেগুলোর ভাড়া বাড়িয়ে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া করা হয়েছে। তাই লোকাল এর ভাড়া ফিরিয়ে দেওয়ার দাবিও রয়েছে এলাকা বাসীর।