দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সবংয়ে বেহাল কংক্রিটের ব্রিজ। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত ৭ টি গ্রামের মানুষজনের। রিপোর্ট পাঠানো হয়েছে, উত্তর বিডিওর।
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ অঞ্চলের উচিতপুর এলাকায় ভগ্নপ্রায় কংক্রিটের ব্রিজের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার করছে এলাকায় মানুষজন থেকে পড়ুয়ারা। এমনকি যানবাহনও চলছে ঝুঁকি নিয়ে৷ বহু পুরানো এই ব্রিজ গত কয়েক বছরের বন্যায় ধীরে ধীরে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। উচিতপুর ছাড়াও আরো সাতটি গ্রামের বহু মানুষ এই ব্রিজের ওপর দিয়ে পারাপার করেন, এমন কি ঝুঁকিপূর্ণ ভাবেই ওপর দিয়ে ছোটো মালবাহী গাড়ি, প্রাইভেট কারও যাতায়াত করে। এছাড়াও স্কুল পড়ুয়াদেরও ভরসা এই ব্রিজ। অনেকবার দুর্ঘটনাও ঘটেছে এই ব্রিজের ওপর। ফলে অনেকদিন ধরেই এলাকাবাসীদের দাবি, এই ব্রিজ সংস্কার করা হোক।এলাকার বাসিন্দারা জানান, এই ব্রিজ এলাকার বিধায়ক থেকে সরকারি আধিকারিকরা সবাই পরিদর্শন করে গিয়েছেন। তবে আজ পর্যন্ত ব্রিজের কোনো কাজ শুরু হয়নি।শুধু প্রতিশ্রুতি পেয়েছে বলে অভিযোগ।
অপরদিকে এই ব্রিজ নিয়ে উত্তর দিয়েছেন সবং ব্লকের বিডিও তুহিন শুভ্রা মোহান্তি। তিনি জানান, 'এই ব্রিজটি অনেকদিন থেকেই ভগ্নপ্রায় রয়েছে, আমরা পরিদর্শন করেছি,এই ব্রিজটি ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে,আমি দফতরের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি,ওনারা ব্রিজের ডি পি আর তৈরি করে ডিপার্টমেন্ট এ পাঠিয়েছেন।ডিপার্টমেন্ট থেকে উত্তর এলে পরিস্কার জানা যাবে ব্রিজের কাজ কবে থেকে বা কীভাবে হবে।