ফোনের ভাঙা স্ক্রিন জোড়া লাগবে নিজে নিজেই, কীভাবে দেখুন

author-image
Harmeet
New Update
ফোনের ভাঙা স্ক্রিন জোড়া লাগবে নিজে নিজেই, কীভাবে দেখুন

​নিজস্ব সংবাদদাতাঃ এই সমস্যার সমাধানেই এক নতুন প্রযুক্তির আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। বলা যেতেই পারে এ এক ধরনের ম্যাজিক ট্রিকস। ফোনের স্ক্রিন ভেঙে গেলে সারানোর খরচ আর ডিসপ্লে নষ্ট হবে এই ভেবে আতঙ্কিত হওয়ার দিন শেষ হতে চলেছে। ভারতের দু’টি টেকনোলজি ইন্সটিটিউটের বিজ্ঞানীরা সম্প্রতি একটি চমকে দেওয়ার মতো আবিষ্কার করেছেন। জানা গিয়েছে, আইআইটি খড়্গপুর এবং আইআইএসইআর কলকাতার গবেষকরা এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছেন। সায়েন্স জার্নালে তাঁদের আবিষ্কারের কথা প্রকাশিতও হয়েছে। এই দুই প্রতিষ্ঠানে গবেষকরা একটি ‘self-healing crystalline material’ আবিষ্কার করেছেন। এর সাহায্যে ফোনের ডিসপ্লের ভেঙে যাওয়া অংশ বা চিড় খাওয়া অংশ অনায়াসে আগের অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে।