বেলগাছিয়া সাধারণ- এ "দম্ভচূর্ণ" -এর নেপথ্য শিল্পীরা

author-image
Harmeet
New Update
বেলগাছিয়া সাধারণ- এ "দম্ভচূর্ণ" -এর নেপথ্য শিল্পীরা

নিজস্ব সংবাদদাতা: বর্তমান হাল ফ্যাশনে দুর্গাপূজোর 'থিম' বিষয়টি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবছরই ছোটবড় প্রায় সব পুজো মন্ডপগুলিই নানান থিমে সেজে ওঠে। আর দর্শনার্থীদের চোখও খুঁজে নেয় তাদের চোখে সেরা পুজো মন্ডপগুলিকে। বলা বাহুল্য, প্রত্যেকটি পুজো মন্ডপকে তৈরি করার পিছনে রয়েছে শিল্পী তথা স্রষ্টার অক্লান্ত পরিশ্রম ও মূল্যবান সময় এবং অবশ্যই তাদের নিষ্ঠা। তেমনই একটি পুজো মন্ডপ হল উত্তর কলকাতার বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। এবছর তাদের আয়োজনে "দম্ভচূর্ণ"। এই থিমের স্রষ্টা হলেন শিল্পী রবীন রায়। থিমের পাশাপাশি দেবীমূর্তির প্রাধান্যও কোনও অংশে কম নয়। তাই প্রাণহীন অথচ প্রাণবন্ত মৃন্ময়ী মায়ের মূর্তি তৈরিতে যিনি অবদান রাখছেন তিনি শিল্পী সুরজিৎ পাল।