নিজস্ব সংবাদদাতা: বিশ্ব আজ সভ্যতার চরমে পৌঁছেছে। সমগ্ৰ বিশ্বে আজ বিজ্ঞানের জয়জয়কার। সর্বত্র মানুষ আজ আধুনিক হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় আমাদের জীবন জীবনধারা সব কিছুরই পরিবর্তন ঘটেছে। পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে মানুষ। জীবনযাত্রার এই প্রতিযোগিতায় হার-জিতের খেলায় মানুষ তাই ভুলতে বসেছে তার সীমারেখা। আর সীমারেখা পেড়িয়ে 'বড়' হয়ে উঠেছে "দম্ভ"। আর এই দম্ভকে চূর্ণ করতেই এবার উদ্যত হয়েছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। তারা তাদের "দম্ভচূর্ণ"-এর মাধ্যমে তাদের মূল ভাবকে মন্ডপে তুলে ধরেছেন। তবে সব কিছুরই অবসান ঘটে, কোনও কিছুই অসীম নয়, চিরস্থায়ী নয়। তাই 'দম্ভ' -এরও পরিসমাপ্তি অবশ্যম্ভাবী। ঠিক যেমন অহংকারী, অত্যাচারী অসুরকে প্রতিহত করতে দেবী দুর্গার আবির্ভাব ঘটেছিল, তেমনই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব তাদের এই "দম্ভচূর্ণ"-এর মাধ্যমে মানুষের মধ্যেকার দম্ভকে নিয়ন্ত্রণ করার বার্তা দিতে উদ্যোগী হয়েছে। এই দম্ভের নিয়ন্ত্রণ না হলে সভ্যতার কলুষতাকে নির্মূল করা সম্ভব নয়।